তেলের ঘনত্ব ৯৩০ কেজি / মিটার ^৩
আর পানির ঘনত্ব ১০০০ কেজি/ মিটার^৩
তেলের ঘনত্ব পানির চেয়ে কম।
প্লবতার সূত্রানুযায়ী, ডুবন্ত অবস্থায় কোন বস্তুর আয়তন দ্বারা অপসারিত তরল বস্তুর আয়তন থেকে বেশি হলে বস্তুটি ভাসবে। কাজেই কিছু পরিমাণ তেল যে জায়গা দখল করে, সমান পরিমাণ পানি তার চেয়ে বেশি জায়গা দখল করে।
অর্থাৎ, তেল তার আয়তন দ্বারা যতটুকু পানি অপসারণ করে, তার ওজন সেইটুকু তেলের থেকেও কম।
কাজেই, তেল পানিতে ভাসে।