লোহার পরমাণুগুলো পৃথকভাবে চুম্বকধর্মী। এগুলো সাধারণত এলোমেলোভাবে থাকে বলে লোহার একটি টুকরো নিরপেক্ষ হয়।
যখন কোনকিছু দিয়ে ক্রমাগত একদিকেই ঘষা হয়, তখন অণু - পরমাণুগুলো বিন্যস্ত হয়ে যায়, এবং চুম্বকধর্মী পরমাণুগুলো একমূখী হয়ে বিন্যস্ত হয়ে যায়। পরমাণুগুলোর উত্তর এবং দক্ষিণ মেরু একইসাথে থাকে।
ফলে লোহা চুম্বকের মতো আচরণ করে।