x/3 এর ক্ষেত্রে x এর সহগ 1/3।
কারণ,
কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে, তখন ঐ গুণকগুলোকে রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। যেমনঃ 2x,8x,9xy,12a ইত্যাদি একপদী রাশি এবং 2,8,9,12 এদের সহগ।
একপদী রাশির সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না, তখন ঐ রাশির সহগ 1 ধরা হয়। যেমন, a,b, x, y ইত্যাদি একপদী রাশি এবং প্রত্যেকটির সহগ 1।
প্রশ্নে x কে আলাদা করলে 1/3 পাওয়া যায় বা x এর সাথে 1/3 গুণক হিসেবে যুক্ত আছে,তাই x এর সহগ 1/3।