যখন আমরা অনেকক্ষণ কাজ করি, সাধারণত আমরা চোখের পলক ফেলি। পলক ফেলার একটি মাত্রা আছে ১২ থেকে ২০ বার প্রতি মিনিটে। যখন আমরা খুব খেয়াল করে কোনো দিকে নজর করি, তখন চোখের পলক ফেলার পরিমাণ কমে যায়।
চোখে খুব পাতলা একটা আবরণ থাকে, যেটা কর্ণিয়াকে নিরাপদ রাখে। কোনো কিছুর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার কারণে সেটি শুষ্ক হয়ে যায়। তখন একটি জ্বালাপোড়া ভাব হয়ে, তখন সয়ংক্রিয়ভাবে চোখের স্নায়ু অতিরিক্ত কিছু পানি তৈরি করে। ঐ পানি এর জন্য চোখ ঘোলা হয়ে আসে ।