লেখা: মোঃতারেক রহমানন
বজাতকদের হাত মুষ্ঠিবদ্ধ থাকে তাদের স্বাভাবিক রিফ্লেক্স এক্টিভিটির জন্য৷ শিশু জরায়ুর ভিতর ৩৮ সপ্তাহ এই অবস্থায় ছিল, তার হাত মুষ্ঠিবদ্ধ ছিল, শরীর বাঁকানো ছিল৷ এই কারনে তার স্বাভাবিক রিফ্লেক্স এক্টিভিটি সে জন্মের পরেও কিছু সপ্তাহ ধরে রাখে৷ তাই জরায়ুতে যেভাবে ছিল ঐভাবে থাকার চেষ্টা করে৷