মানবদেহে পেশি সঞ্চালনে মূলত দুটি ক্রিয়া ভূমিকা রাখে। একটা হচ্ছে মস্তিষ্কের সংকেত, আরেকটা পেশিতে ইলেক্ট্রোলাইট বা খনিজ লবণের প্রবাহ। আমরা যখন ঘুম থেকে উঠি, তখন আমাদের হাতের পেশিতে পর্যাপ্ত খনিজ লবণ প্রবাহিত হতে একটু সময় লাগে। এজন্যই ঘুম থেকে উঠার সাথে সাথে আমরা হাত মুষ্টিবদ্ধ করতে পারি না। ব্যাপারটা আরও ভালো বোঝা যায় যদি আমরা হঠাৎ ঘুম থেকে উঠি।
- Towfiq E Elahi