ভালো নাম্বার পাওয়া এটা প্রমাণ করে না যে আপনি কতটা বুদ্ধিমান। বুদ্ধিমত্তা নির্ভর করে একজন মানুষ কত দ্রুত কোন সমস্যার সমাধান করতে পারে তার উপর যাকে IQ ( Intelligence Quotient ) বা বুদ্ধাংক বলা হয়। IQ বয়স বেশি বা কমের উপর নির্ধারিত নয়, করো বয়স বেশি বলে IQ বেশি হবে এমনটাও নয়, কোন ছোট বাচ্চার IQ একজন প্রাপ্ত বয়স্কের থেকে বেশি হতে পারে, তেমন কোন প্রাপ্তবয়স্ক ব্যাক্তি IQ তার সমবয়সীদের চেয়ে কমও হতে পারে।
প্রকৃতিতে আমাদের টিকে থাকতে বুদ্ধিমত্তা আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। যে যত তাড়াতাড়ি শিখতে পারে সে তত বুদ্ধিমান।