তিনটা ভিন্ন ভিন্ন জিনিস।
ভরঃ (mass)
কোনো বস্তুর মধ্যে কতটুকু পদার্থ আছে তার পরিমান।এটি সবসময় একই থাকে। পৃথিবীতে কোনো বস্তু থাকুক বা চাঁদে, সবসময় ভর একই থাকবে।
যেমনঃ আমার ভর ৬০ কেজি। চাঁদেও ৬০ কেজিই থাকবে।
অভিকর্ষঃ (gravity)
পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে সেটা অভিকর্ষ।
চাঁদের আকর্ষণ পৃথিবীর চেয়ে অনেক কম আবার বড় কোনো গ্রহের আকর্ষণ অনেক বেশি।
পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান ৯.৮ মি./সে.।
ওজনঃ (weight)
ওজন=ভর×অভিকর্ষজ ত্বরণ
কোনো বস্তুর ওজন ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন হয়।
পৃথিবীতে কোনো বস্তুর ওজন যতো হবে,চাঁদে নিয়ে গেলে সেই বস্তুর ওজন এর চেয়ে অনেক কম হবে।
পৃথিবীতে কোনো বস্তুর ওজন ১০০ নিউটন হলে, চাঁদে সেই বস্তুর ওজন হবে ১৬.৬ নিউটন।