প্রথমত, উপরোক্ত প্রশ্নটার উত্তর জানার আগে আমাদের জানতে হবে 'অ্যাসিড' কাকে গলিয়ে দিতে পারে? এমন কি বৈশিষ্ট্য থাকা চাই, যার জন্য অ্যাসিড সেটাকে গলিয়ে দিতে পারবে?
উত্তরের স্বপক্ষে, তিনটি পয়েন্ট জানা যাক,
1● অ্যাসিড কিন্তু ধাতু(metal) কে নিমজ্জিত(dissolve) করতে পারেনা।
2● অ্যাসিড, যাদের PH এর মান 4 এর কম তারাই মূলত বার্নিং প্রোপার্টি সো করে।(exceptions are always there)
3● অ্যাসিড, মূলত কাঁচের পাত্রগুলিতে আয়নিক (ionic) অবস্থায় থাকে।
ওপরের তিনটি জিনিস জানলেই, সরাসরি উত্তরে আসা যাবে।
অ্যাসিড সবকিছুই গলাতে পারেনা, মূলত ধাতু কে(metal) । আর এখানে কাঁচ হলো ধাতু , এর মধ্যে সিলিকা রয়েছে। তাই একে সব অ্যাসিড নিমজ্জিত করতে পারবেনা।
আর দ্বিতীয়ত, অ্যাসিড গুলি কাঁচের পাত্রে আয়নিক(H+,X-) অবস্থায় থাকে,HF ছাড়া।(ওই যে বললাম, exception আছে)
তাহলে,কেন শক্তিশালী অ্যাসিড কাঁচ গলিয়ে দেয়না তার উত্তর দিলাম। কিন্তু, HF কেন কাঁচ গলিয়ে দেয়,সেটার উত্তরটা আর দিলামনা। উত্তরটা যতটা পারলাম, টু দা পয়েন্ট আর ছোট রাখার চেষ্টা করলাম।
ধন্যবাদ।