এখানে সবাই হয়তো পজিটিভ উত্তর ই দিবে। কিন্তু যখন পরিস্থিতির সম্মুখিন হবে তখন দেখা যাবে কে কী রকম আমি আমার ভালো দিক ও খারপ দিক দইটাই উল্ল্যেখ করব।
প্রথমতো মেয়েটাা যদি আমার পরিচিত হয় তাহলে তার সাথে গল্প করে কাটিয়ে দিবো।
যদি ক্লাসমেট বা ক্লাস টপার হয় তবে তার থেকে শিক্ষামূলক কথাবার্তা বলব এবং নতুন কিছু জানার চেষ্টা করব।
যদি অপরিচিত হয় তাহলে তার সাথে পরিচিত হবো। যেহেতেু আর কোন কাজ নেই ঐ রুমে দু’জনে কথাবারর্তা বলব।
যদি পরিচিত কিন্তু ঘনিষ্ট না হয়। তাহলে মেয়েটা আমার সাথে নিজ থেকে কথা বলেলে তার সাথে আমি পরে কথা বলব।
যদি চিনিও না কোনদিন দেখি ও নাই কিন্ত ওর ব্যাপারে শুনছি। তাহলে যে ব্যাপারে ওর নিয়ে শুনছি সেটা সত্যতা কিনা যাচাই করব।
আর যদি ওরে চিনি কিন্তু ও একটু খারাপ ধরনের তাহলে একটু বেশি অস্বাস্থি অনুভব করব ঐ রুমে।
ধন্যবাদ।