মানবদেহে বাস করা ব্যাকটেরিয়ার জিন এর সংখ্যা মানুষের জিন এর চেয়েও ১০০ গুন্ বেশি। ব্যাকটেরিয়ার জিনোম পর্যালোচনা করে বলা যাচ্ছে কার শরীরে কত বিচিত্র রকমের ব্যাকটেরিয়া আছে, তুলনা করা যাচ্ছে প্রতিটি মানুষের অণুজীববৈচিত্র্য। মজার তথ্য হলো, পৃথিবীতে একজন মানুষের জিনোম সিকোয়েন্স যেমন আরেকজন মানুষের থেকে আলাদা, তেমনি একজন মানুষের অণুজীবরাজ্যের গঠন আরেকজন মানুষের চেয়ে একদম আলাদা। একারণেই আজকাল বিজ্ঞানীরা এই অণুজীবরাজ্যের মাইক্রোবায়োমকে নাম দিয়েছে মানুষের দ্বিতীয় জিনোম।