পশুপাখি থেকে মানুষের মধ্যে যে রোগ ছড়ায় তাকে জুনোটিক রোগ বলা হয়। এটি মূলত প্রাণী দেহ থেকে মানব দেহে ছড়ায়।
প্রাণী দেহের নানা ভাইরাস ও ব্যাকটেরিয়া মানব দেহে গিয়ে বিভিন্ন রোগ সৃষ্টি করে। এই রোগের ফলে জ্বর, ঠাণ্ডা, কাশি হতে পারে। এমনকি মৃত্যুও ঘটতে পারে।বর্তমানে রোগের ৭৫% রোগ জুনোটিক।