Nishat Tasnim-
গ্লসোফোবিয়া (Glossophobia):
এই ফোবিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার ৭৫%। অর্থাৎ প্রায় ২৩৮ মিলিয়ন মানুষ এই ফোবিয়াতে আক্রান্ত। গ্লসোফোবিয়া হলো জনসম্মুখে কথা বলায় জড়তা বা ভয় অনুভব করা। এই ফোবিয়া আমাদের অনেকের মধ্যেই বেশ লক্ষণীয়। জনসম্মুখে কথা বলতে গেলেই হাত পা কাঁপুনি, ঘামানো, হার্ট বিট বেড়ে যাওয়া, শরীরে অসুস্থতা বোধ করা, কথা জড়িয়ে যাওয়া ইত্যাদি এই ফোবিয়ার কারণে ঘটে থাকে।