সবগুলোর অর্থই প্রায় একই,
তবে আমার দেখামতে রাজা বা মহারাজা সাধারণত উপমহাদেশীয় হিন্দু শাসকদের ক্ষেত্রে ব্যবহার করা হতো। আর বাদশাহ এবং সুলতান মুসলিম শাসকদের ক্ষেত্রে ব্যবহৃত হতে দেখেছি। গ্রীক মিথলজিতে এবং মুঘল শাসকদের ক্ষেত্রে একই অর্থ প্রকাশে সম্রাট শব্দটি ব্যবহার হতে দেখেছি।