Nishat Tasnim-
অ্যানজিনা বা বুকে ব্যথা হল বুকে অস্বস্তি বা অসুবিধা, যেটা অক্সিজেনপূর্ণ রক্ত হৃদযন্ত্রের পেশীতে পৌঁছানোয় ঘাটতি ঘটলেই দেখা যায়। এটা কোন রোগ নয় বরং রোগের উপসর্গ যা হৃদরোগের সতর্কবার্তা জানায়, যেমন, করোনারি আর্টারি ডিজিজ (করোনারি ধমনীর সমস্যাজনিত রোগ), যেখানে ধমনীগুলি সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে অক্সিজেনযুক্ত রক্ত হৃদযন্ত্রে পৌঁছানোর মাত্রা ধীরে ধীরে কমতে থাকে। যে ধমনীগুলির মাধ্যমে হৃদযন্ত্রে রক্ত সরবরাহ হয়, তাতে প্লাক বা চর্বি জমার ফলে হৃ্দযন্ত্রের পেশীগুলিতে রক্ত ও অক্সিজেন সরবরাহ কমে যায়।
হার্ট অ্যাটাক বিষয়টা হলো—হার্টের গায়ে যে রক্তনালিগুলো থাকে, যেখান থেকে হার্ট তার রক্ত সরবরাহ পায়; সেখানে রক্তনালিগুলো ব্লক হয়ে যাওয়া। এই রক্তনালিগুলো ব্লক হওয়ার পেছনে কিছু কিছু কারণকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে পাঁচটি কারণকে ঝুঁকিপূর্ণ বলা হয়। অন্যতম হলো ধূমপান, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল ও বংশগত কিছু কিছু কারণ।