বিড়ালের পায়ের মাংসের নমনীয়তার কারণে বিড়ালের হাঁটার শব্দ আমরা পাই না। পদার্থ বিজ্ঞানের দিক দিয়ে ভাবলে বিড়ালের হাঁটার শব্দ 20 হার্জ এর কম।অর্থাৎ মানুষের শ্রবণসীমার বাহিরে।তাই আমরা শুনতে পাই না।কিন্তু যেসব প্রাণির শ্রবণসীমা অত্যন্ত প্রখর শুধু তারাই শুনতে পায়।