শরীরের চুলের অবস্থানটি ঠিক কোথায় তার ভিত্তিতে অ্যানাজেন দশার মধ্যে পার্থক্য থাকতে পারে। আর এই পার্থক্য চোখের পাতার ক্ষেত্রে ৩০ দিন থেকে মাথার চুলের ক্ষেত্রে ২ থেকে ৬ বছর পর্যন্ত হতে পারে। অ্যানাজেন দশায় কোনও চুল যত বেশি থাকে সেটি তত বেশি বাড়ে। যেহেতু চোখের পাতা বা ভুরুর অ্যানাজেন দশা খুব কম সময়ের তাই পড়ে যাওয়ার আগে পর্যন্ত তারা খুব বেশি বাড়তে পারে না। অথচ মজার ব্যাপার এটাই যে, শরীরের সমস্ত চুল কিন্তু একই হারে (০.২৫-০.৩ মিলিমিটার প্রতিদিন) বাড়তে শুরু করে। তবে গোটা বিষয়টিই একজন থেকে অন্যজনে আলাদা।