হার্নিয়ার কোনো ভেষজ চিকিৎসা নাই । কেউ যদি বলে তাহলে সেটা ধোকা ছাড়া কিছুইনা। হার্নিয়া অনেক প্রকারের হয় এর মাঝে কোনোটা জটিল কোনোটা আপতত সমস্যা নাই টাইপের, , তবে একদিন যে সমস্যার কারণ হবেনা সেটা বলা যায়না।। হার্নিয়া নরমাল অবস্থায় থাকলে কিছু সাবধানতা অবলম্বন করে বহু বছর পর করা যায় যেমন ধূমপান না করা(কারণ এটা কাশী জাতীয় রোগের সবথেকে বড় কারণ আর কাশি থাকলে যত বড় অপারেশন করেই আসেন হার্নিয়া আবার হবে) আর অতিরিক্ত ওজন না তোলা , ভারী কাজ না করা।। এইসব না মানলে যত যা করেন হার্নিয়া নিয়ন্ত্রণ অসম্ভব,,, ।। আর যদি হার্নিয়া খুব খারাপ অবস্থায় চলে যায় তাহলে একমাত্র সমাধান অপারেশন তারপর বেড রেস্ট আর বেল্ট ব্যাবহার এবং কাশি যেন না হয় এই চেষ্টা করা আর ভারী কাজ না করা,,, এগুলো না মানলে দ্বিগুন জটিল হয়ে হার্নিয়া আবার হবে ,,, তারপর আবার অপারেশন আবার না মানলে আবার,,, তারপর তৃতীয় বার কোনো ডাক্তার আপনার অপারেশন করতেই চাইবেনা,,,,, কারণ অপারেশন করে লাভ নাই।।