শল্য চিকিৎসা মানে হল অস্ত্রপ্রাচার বা অপারেশন।
প্রাচীন ভারতে সার্জারিকে বলা হতো শল্যতন্ত্র।
শল্য মানে বোঝাতো অস্ত্র বা যন্ত্র। আর তন্ত্র অর্থ হচ্ছে প্রক্রিয়া/ পদ্ধতি। তার মানে দাঁড়ালো যে প্রক্রিয়ায় অস্ত্রের সাহায্যে মানবদেহের যাবতীয় রোগ বা কষ্ট দূরীভূত হয় তাই শল্যতন্ত্র।