এনাল ফিস্টুলা বা ভগন্দর হোমিও চিকিৎসায় ভালো হয়ে যায় কিন্তু সব হোমিও ডাক্তারই এর ভালো চিকিৎসা দিতে পারে না। যেসকল হোমিও ডাক্তার এই রোগের উন্নত চিকিৎসা দিতে পারেন তাদের পরামর্শক্রমে চিকিৎসা নিলে এই সমস্যা দূর হয়ে যায়। তবে নিজে নিজে কখনো ঔষধ খাবেন না তাতে ক্ষনিকের জন্য আরাম পেলেও দিন দিন সমস্যা জটিল হতে থাকে। তখন দুর্ভোগের শেষ থাকে না। মলদ্বারের রোগগুলি খুবই জটিল প্রকৃতির। সার্জারি করলেও আবার হয়ে যায়। অভিজ্ঞ হোমিও ডাক্তার দেখিয়ে এনাল ফিস্টুলা, পাইলস এবং ফিশার এই সমস্যাগুলির চিকিৎসা নিন ভালো ফল পাবেন।