তেজস্ক্রিয় আইসোটোপ মানবজাতির ধংস ও মানবজাতির কল্যাণে উভয়ভাবে প্রয়োগ করা যায়। তেজস্ক্রিয় আইসোটোপের মানবজাতির কল্যাণের প্রয়োগ গুলি আলোচনা করলাম।
রেডিও -কার্বন ডেটিং: মৃত জীবজন্তু বা উদ্ভিদের ফসিল, পুরাতাত্ত্বিক বস্তু ইত্যাদির বয়স নির্ণয়ে তেজস্ক্রিয় কার্বন 14 আইসোটোপটিকে ব্যবহার করা হয়।
রোগ নির্ণয় ও চিকিৎসাক্ষেত্রে প্রয়োগ : চিকিৎসা শাস্ত্রে তেজস্ক্রিয়তার প্রয়োগ উল্লেখযোগ্য। তেজস্ক্রিয় আয়ডিন(I) 131 আইসোটোপ ব্যবহার করে মস্তিষ্কে টিউমারের অবস্থান নির্ণয় ও গলগন্ডের চিকিৎসা করা হয়।কোবাল্ট 60 ও রেডিয়াম 222 টিউমার ও ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত হয়। ফসফোরাস 32 আইসোটোপ ব্যবহার করে লিউকেমিয়া, রক্তের সমস্যা সংক্রান্ত রোগ ও চর্মরোগের চিকিৎসা করা হয়। তেজস্ক্রিয় আয়োডিন ও সোডিয়াম 24 আসোটোপ দ্বারা হার্টের ও মস্তিষ্কের রোগ নির্ণয় ও চিকিৎসা করা হয়।
কৃষিক্ষেত্রে প্রয়োগ : কার্বন 14 ও অক্সিজেন 18 তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার তথ্য জানা গেছে। উদ্ভিদের মূল থেকে দেহের বিভিন্ন অংশে খাদ্যবস্তু পৌঁছনোর কৌশল তেজস্ক্রিয় ফসফরাস 32 ব্যবহারে যানা যায়। তেজস্ক্রিয় কোবাল্ট 60 ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়ানো ও গুণগত মান বৃদ্ধি করা হয়েছে।
পৃথিবীর বয়স নির্ণয় : মাটির নিচে খনিতে ইউরেনিয়াম (U)238/ লেড 206 আইসোটোপের অনুপাত নির্ণয় করে U 238 এর অর্ধায়ু ব্যবহার করে পৃথিবীর বয়স নির্ণয় সম্ভব হয়েছে।