সোরিয়াসিস প্রধানত শুষ্ক ত্বকের সমস্যা। যতটা সম্ভব ত্বকে তেল, ময়েশ্চারইজার লাগিয়ে ত্বকের ভিজে ভাব সুরক্ষিত রাখতে পারলে খুব ভাল উপকার পাওয়া যায়। এ ছাড়াও বিভিন্ন ধরনের ইমোলিয়েন্ট, ডোভোনেক্স এবং নানারকম স্টেরয়েড লাগানো যেতে পারে। তবে সে ধরণের পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই কোনও ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এ ছাড়া খাওয়ার ওষুধ হিসেবে সোরালেন, মেথোট্রিক্সেট, রে়টিনয়েড এবং সাইক্লোস্পোরিন জাতীয় ওষুধ ব্যবহার করা যেতে পারে। তবে সোরালেন জাতীয় ওষুধ শিশুর বয়স আট বছর হওযার আগে দেওয়া যায় না। তার কারণ আট বছরের আগে এই ওষুধ ব্যবহারে বাচ্চাদের চোখের ক্ষতি হতে পারে। এটা অবশ্যই মনে রাখতে হবে যে, যে-কোনও খাওয়ার বা ত্বকে লাগানোর ওষুধ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার পরে তাঁর নির্দেশ মতো ব্যবহার করা উচিত।