হ্যাঁ, কিছু কিছু হৃদরোগ অবশ্যই বংশগত।
আসলে হৃদরোগ নানা ধরনের হতে পারে। যেমন-
- রক্তবাহের রোগ (করোনারি আর্টারি ডিজিজ)
- হৃদস্পন্দন জনিত সমস্যা (অ্যারিদমিয়া)
- জন্মগত হৃদরোগ (কনজেনিটাল হার্ট ডিজিজ)
- হার্টের ভালভের কোগ
- হৃদপেশির সমস্যা
- হার্টে সংক্রমণ
মায়ের হৃদরোগ হলে
এবারে প্রশ্নের দ্বিতীয় অংশে আসা যাক। দেখা গেছে, হৃদরোগের পারিবারিক ইতিহাস থাকলে কারও করোনারি আর্টারি ডিজিজের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে, আপনার বাবা বা মা যদি কম বয়সে এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। কম বয়স বলতে বাবার ক্ষেত্রে ৫৫ এবং মায়ের ক্ষেত্রে ৬৫। এমনকী আপনার ভাই বা বোনও যদি এতে আক্রান্ত হন তাহলেও আপনার হৃদরোগ হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। এ ছাড়াও অ্যারিদমিয়া, কনজেনিটাল হার্ট ডিজিজ, হাই ব্লাড কোলেস্টেরল ইত্যাদিরও বংশগত ঝুঁকি রয়েছে।