আমার ধারণামতে, এলিয়েন জিনিসটা একদমই আমাদের কল্পনাপ্রসূত। মানুষ নানা সময় অতিপ্রাকৃতিক নানা ঘটনার সম্মুখীন হয়ে থাকে। এগুলোর পেছনে কখনো কখনো যুক্তি দাঁড় করানো যায়, কখনো যায় না। যখন যুক্তি দাঁড় করানো যায় না, তখন মাঝে সাঝে মানুষ এলিয়েন এর যুক্তিটা দাঁড় করায়। এছাড়া, বিশাল এই মহাবিশ্বের অনেক কিছুই আছে যা আমাদের অজানা। বলা চলে, আমরা মহাবিশ্বের ব্যাপারে যা জানি, মহাবিশ্ব তার চাইতে অনেক অনেক বেশি বিস্তৃত। কাজেই রহস্যের সমাধান করতে সক্ষম না হলে, এলিয়েনের ধারণাটা আসে। এ ব্যাপারে আমি ব্যক্তিগত মতামত হিসেবে বলব, ব্যাপারটা আমার ভালোই লাগে। যদি সত্যিই ভীনগ্রহী প্রাণী থাকে, তাহলে মন্দ কী?