Rajib Das
বলা হয়েছে প্রাণের অস্থিতের নমুনা পাওয়া গেছে যা থেকে আশা করা গেছে এলিয়েন আছে।
যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে হাইড্রোজেন ও ফসফরাসের মিশ্রিত একটা গ্যাস। যেটা একধরনের ব্যকটেলিয়া থেকে আসে। এখন কথা হচ্ছে ব্যকটেরিয়া কি এলিয়েন? হতে পারে কারণ এরা এককোষী প্রাণি।এই ব্যাকটেলিয়া পৃথিবীতেই আছে। প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়ার সম্ভাবনার কথা বললে ও, যেহেতু শুক্রগ্রহ পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটবর্তি তাই সেখানে উত্তাপ বেশি।তাই সেখানে কি ধরনের প্রাণ বা ব্যাকটেরিয়া পাওয়া নিয়ে সন্দেহ রয়েছে।তাই বিজ্ঞানীদের গবেষণা চলমান।