হাঁচির সময় চোখ যদি খোলাও থাকে, তাতেও কোনো সমস্যা নেই। আর তাই চোখ বন্ধের সঙ্গে চোখের নিরাপত্তার চেয়ে বরং রিফ্লেক্স অ্যাকশন বেশি জড়িত। মানে কোনো কাজের পর আরেকটি কাজ স্বয়ংক্রিয়ভাবে হওয়া। আর তা ছাড়া, ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার বেগে হাঁচি বেরিয়ে আসে।