আমি একজন ছেলে এবং আমার বয়স প্রায় ১৮ বছর। আগে আমার খুব বেশি চুল পড়ত না। কিন্তু ৩ বছর আগে আমি কয়েক মাসের জন্য চুলে জেল ব্যবহার করি। এবং জেল ব্যাবহার করার কিছু দিন পর আমার প্রচুর পরিমাণে চুল পড়তে থাকে। গোসল করার সময় মাথায় শ্যাম্পু দিয়ে একবার ম্যাসাজ করলেই প্রায় ৬-৭ বা তার ও বেশি চুল উঠে আসে। এমনকি গোসল ছাড়া এমনি সময়ে চুলে হাত দিলেও ২-৩ টা চুল উঠে আসে। তাই কিছু দিন পর আমি জেল ব্যবহার করা বন্ধ করে দেই। একবার সব গুলো চুল একবারে ফেলে দিয়ে টাক ও হয়েছিলাম। কিন্তু কোনোভাবেই আমার চুল পড়া বন্ধ হচ্ছে না। চুল গুলো আগের তুলনায় অনেক পাতলা হয়ে গেছে। এখন কিভাবে এই চুল পড়া টা রোধ করা যায় এবং নতুন চুল গজানো যায় যাতে চুল গুলো আরেকটু ঘন হয়?
(বি: দ্র: আমি চুলে এই পর্যন্ত কোনো রকম বিশেষ শ্যাম্পু বা তেল বা ক্রিম ইউজ করিনি। গোসলের সময় সাধারণ Clear Men শ্যাম্পু এবং গোসলের পর হালকা সরিষার তেল ইউজ করি। শ্যাম্পু ও অনেক কম ব্যবহার করি ম্যাসেজ করার সময় চুল উঠে যাওয়ার কারণে)