হারসুটিজম (অবাঞ্ছিত লোম) একটি সাধারণ সমস্যা যার ফলে মহিলাদের মধ্যে অতিরিক্ত লোমের বিকাশ লক্ষ্য করা যায়। এটি সব বয়সের মহিলাদের মধ্যে দেখা যায় এবং সামাজিক, মানসিক এবং আত্মসম্মানগত সমস্যার সৃষ্টি করে। এটি অপেক্ষাকৃত সাধারণ একটি সমস্যা এবং সমগ্র বিশ্বের 5-10 শতাংশ মানুষ এতে আক্রান্ত হয়।