Omar Khalid Shohag: ইট কম লাগার কারণ হিসেবে দেখানো হয়েছে এরকম করোগেটেড ওয়াল বানাতে ১ লেয়ারের ইট যথেষ্ট, যেখানে দেয়াল সোজা হলে ২ লেয়ারে ইট দিয়ে সেটা বানানো হয়। এরকম ডাবল লাইন ইটের সোজা দেয়াল যেরকম মজবুত হয় সেই একই রকম শক্তিশালী হয় ১ লেয়ারে বানানো এরকম আঁকাবাঁকা দেয়াল, এজন্য ইট কম লাগে। ইট কম কিন্তু তাও স্ট্রাকচারালি স্ট্রং।
সমস্যা হল এটা লন্ডন না, এটা বাংলাদেশ। এখানে ডাবল লাইনে ইটের দেয়াল তো দূরের কথা, সিঙ্গেল লাইনে ইট বিছিয়ে 10" দেয়াল বানানোর যায়গায় সেটা না করে সেই ইট ঘুরিয়ে 6" দেয়াল বানানো হয় ইটের খরচ কমানোর জন্য। অনেকে তো এই ৬"-ও রাখে না, সেটাকেও ঘুরিয়ে ৩" তে নামিয়ে আনে।
ইট কম লাগবে এটা মাথায় আসছেনা এইজন্য যে আমরা ডাবল লেয়ার ইটের স্ট্রেইট ওয়াল দেখতে অভ্যস্ত না। এক দেয়ালের জন্য ২ লেয়ারে ইট? মগের মুল্লুক নাকি? একটা হাস্যকর আর লজিকলেস ব্যাপার আমাদের কাছে এটা। আমাদের কাছে সোজা দেয়াল মানেও আসলে ওই ১ লেয়ারেরই ইটের দেয়াল। সেই হিসেবে ঠিকই আছে, ১ লেয়ার সোজা দেয়ালের বদলে ১ লেয়ার আঁকাবাঁকা দেয়াল বানাতে ইট বেশিই লাগবে। বাঙালি কনটেক্সটে এই তথ্য কোনভাবেই সঠিক না যে করোগেটেড ওয়াল বানাতে ইট কম লাগবে।
তো এই দেশে এরকম আঁকাবাঁকা ইটের দেয়াল মানুষের কাছে ইটের অপচয় আর বিলাসিতা ছাড়া কিছুই না। আর যায়গা যে বেশি লাগবে সেটা তো আছেই। বাঙালি পারলে নিজের যায়গা ছাড়ায়ে পরের যায়গার উপর দিয়ে দেয়াল তুলে আর এই জনিস বানায়ে যায়গার অপচয় করবে? এত ভদ্র জাতি আমরা আগামী ১০০ বছরেও হব কিনা সন্দেহ।