বর্ণান্ধতার পরীক্ষা নিরীক্ষার মধ্যে চোখের স্বাভাবিক ও সাধারণ পরীক্ষা অন্তর্গত।রঙের বিন্দু দিয়ে বিশেষভাবে বানানো চিত্রের মধ্যকার লুকোনো রঙকে সনাক্ত করতে বলা হয় রোগীকে। নকশায় স্বাভাবিক সনাক্তকরণ চিন্তার কারণ নয়। গঠনের অস্বাভাবিক সনাক্তকরণ অনেক সময় রোগ বুঝতে সাহায্য করে। রঙিন বৃত্তের মধ্যে লেখা ৭৪, ৬, ৩, ১২, ৪২, ২৯, ৫, ৪৫ সংখ্যাগুলো যদি দেখতে না পায়, তবে তিনি বর্ণান্ধ। আর যদি দেখতে পায় তবে এ ধরনের রোগ থেকে তিনি মুক্ত।