আমাদের চোখের রেটিনায় দুই ধরনের কোষ থাকে যথাঃ রড কোষ ও কোণ কোষ৷ কোণ কোষগুলো বাহ্যিক দৃষ্টির জন্য উদ্দীপনা কে কন্ট্রোল করে। কোণ কোষ তিন প্রকার এবং এই কোষগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পিগমেন্ট তথা রঞ্জক থাকে। কিছু কিছু পিগমেন্ট স্বল্প তরঙ্গদৈর্ঘ্যের রশ্মির প্রতি আবার কিছু কিছু মিডিয়াম ও উচ্চ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট রশ্মির প্রতি উদ্দীপনা জাগায়।
কোণ কোষের এই পিগমেন্ট গুলোকে ফটোপিগমেন্টস হিসেবে আখ্যায়িত করা হয়। যদি এই পিগমেন্টগুলোর কোনো একটিতে ডিফেক্ট থাকে তবে সেই পিগমেন্টজনিত কোনো রশ্মি উদ্দীপিত হবে না। তখন ব্যক্তি ওই পিগমেন্টজনিত কোনো রঙ সহজে চিনতে পারবে না যা কালার ব্লাইন্ডনেস হিসেবে পরিচিত।
নির্দিষ্ট কিছু জিন এই পিগমেন্ট এর বৈশিষ্ট্য ধারণ করে। যখন এই জিনে ত্রুটি থাকে তখনই এমন ঘটে। আর এই ত্রুটিযুক্ত জিনগুলো বংশগতির মাধ্যমে ছড়ায়। যার ফলে আপনার বাবা-মা এর মধ্যে যদি সেই জিন থাকে তবে আপনার মধ্যেও সেটি স্থানান্তরিত হতে পারে। এতে করে আপনার মধ্যেও কালার ব্লাইন্ডনেস দেখা যেতে পারে।