টেলিফোনে কথা বলার সময় নিজের গলার স্বর প্রতিধ্বনিত হওয়ার অভিজ্ঞতা মনে হয় আমাদের সকলের আছে। কিন্তু একবার ভেবে দেখুন তো, সর্বক্ষন কথা বলার সময় যদি আমরা নিজেদের গলার স্বরের প্রতিধ্বনি শুনতে পাই, কি ভয়ঙ্কর হবে? এটাই হলো patulous eustachian tube রোগের প্রধান লক্ষণ। আমাদের গলার সাথে কানের সংযোগ স্থাপন করে ইউস্টেশিয়ান নালি। কোনো কারণে যদি এই টিউব উন্মুক্ত হয়ে যায়, এই রোগের লক্ষণ প্রকাশিত হয়। পৃথিবীর জনসংখ্যার মাত্র ০.৩-৬.৬% মানুষ এই রোগে আক্রান্ত। বিখ্যাত ব্যক্তিত্ব Celine Dion এই রোগে আক্রান্ত হওয়ার ফলে ২০১৮ সালে তিনি তাঁর একাধিক কনসার্ট বাতিল করতে বাধ্য হয়েছিলেন।