সামন্তবাদ ল্যাটিন শব্দ Feudam থেকে এসেছে।Feudam অর্থ Fief বা ক্ষুদ্র জমি। সামন্তবাদ মূলত এক প্রকার ভূমি ব্যবস্থাপনা যা নবম-দশক হতে পনেরো শতক পর্যন্ত ইউরোপীয় রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক জীবনের উপর প্রভাব বিস্তার করে। সামন্তবাদ ভূমিকেন্দ্রিক সরকার ব্যবস্থা। যেখানে স্থানীয় ভূস্বামীদের মধ্যে রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীভূত থাকে।