আমেরিকা , কানাডা এবং অস্ট্রেলিয়ার সমস্ত মানুষদের অরিজিন বৃটিশরা । এই অঞ্চলগুলো ভৌগলিক ভাবে অনেক দুর্গম হবার কারণে সেখানে বাইরের মানুষ আগে যেতে পারেনি আর তারাও বাইরে আসতে পারেনি এবং তাদের আবহাওয়াও প্রতিকূল, ফলে তাদের জনসংখ্যা অনেক কম ছিলো । এই সুযোগে বৃটিশরা আগে পৌছে স্থানীয় আদিবাসীদের হত্যা করে জায়গাগুলো দখল করে এবং সেই জায়গাগুলোকে তারা তাদের সাজাপ্রাপ্ত অপরাধীদের নির্বাসনে পাঠাতে ব্যবহার করতো । পরবর্তিতে তারাই ঐ অঞ্চলগুলোতে সংখ্যাগরিষ্ঠ হয়ে বসবাস ও শাসন করতে শুরু করে এবং ঔপনিবেশিক শাসনের পতনের সময় তারা মূল বৃটেন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে । এজন্যই তাদের প্রধান ভাষা ইংরেজী । কিন্তু ভারতীয় উপমহাদেশে তা হয়নি । এখানে বৃটিশরা আসার আগে থেকেই সভ্য এবং প্রতিষ্ঠিত সমাজ ছিলো যার কালচার বৃটিশদের থেকে পুরোপুরিই আলাদা ছিলো । তাই বৃটিশ দখল তারা মেনে নেয়নি ।
©️Shafin Ahmed