হাঁপানি বা অ্যাজমা ফুসফুসের একটি ক্রনিক রোগ যাতে নিঃশ্বাস প্রশ্বাসে ব্যবহৃত ফুসফুসের সবচেয়ে ছোট চ্যানেলের প্রদাহ বা ইনফ্ল্যামেশন হয় এবং তা ফুলে ওঠে। হাঁপানির আক্রমণে বায়ু চলাচলের এই পথ বা ব্রঙ্কাই সরু হয়ে যায়। ফলে ফুসফুসে অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটে। এই সময় কাশি-সহ নানা ধরনের উপসর্গ দেখা দেয়। অ্যাজমা পুরোপুরি সারে না, যদিও নিয়ন্ত্রণে রাখা যায়। আর এর জন্য খুঁজে দেখতে হবে ঠিক কী কারণে এর আক্রমণ হচ্ছে। দেখা গেছে ১০ জন শিশু পিছু ২-৩ জনের হাঁপানি থাকে। শিশুদের ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেদের এই রোগ বেশি হলেও প্রাপ্তবয়স্ক মহিলারা পুরুষদের তুলনায় হাঁপানিতে বেশি ভোগেন। দেশ ও অঞ্চলভেদে রোগের প্রকোপে ভিন্নতা দেখা যায়। অনেকে মনে করেন হাঁপানির সঙ্গে আবেগজনিত সমস্যার যোগ রয়েছে। তবে তা সত্যি নয়।