প্রথমেই লক্ষ্য করতে হবে রোগী এমন কোনো ওষুধ সেবন করছে কিনা, যে কারণে রোগীর পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে। যদি এই ধরনের কোনো ওষুধ রোগী সেবন করে থাকে, তাহলে তা সঙ্গে সঙ্গেই বন্ধ করতে হবে। ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং সম্ভব হলে ইনসুলিন ব্যবহার করতে হবে। থাইয়য়েড হরমোন কম হলে তা ওষুধের মাধ্যমে প্রতিস্থাপন করতে হবে এবং মাঝে মধ্যে পরীক্ষার মাধ্যমে ওষুধের পরিমাণ বাড়ানো বা কমানো লাগবে। ভিটামিনের অভাবে নিউরোপ্যাথি হলে তা পুষ্টিকর খাওয়া অথবা ওষুধের মাধ্যমে পূরণ করা যেতে পারে। প্রিগাবালিন ও এমিট্রিপটাইলিন জাতীয় ওষুধ হাত-পা ঝিন ঝিন কমিয়ে দেয়। পেরিফেরাল নিউরোপ্যাথির রোগীর এ ওষুধগুলো সাধারণত দীর্ঘ সময়ের জন্য খেতে হয়। ‘গুলেন-বারি সিন্ড্রোম’ নামে এক ধরনের পেরিফেরাল নিউরোপ্যাথি আছে, যেখানে রোগীর হঠাৎ করে চার-হাত-পা অবশ হয়ে যায়। এ ধরনের রোগের ক্ষেত্রে রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে হবে।
হাত-পা ঝিন ঝিন করার অনুভূতি অস্বস্তিকর হলেও সঠিক কারণ নির্ণয় এবং চিকিৎসা প্রদান করা গেলে তা নিরাময়যোগ্য। প্রয়োজনীয় ক্ষেত্রে নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।