উত্তর সংক্ষেপেঃ
কোন উৎস থেকে শব্দ উৎপন্ন হলে মূলত সেটি তার আশেপাশের বায়ুকনা গুলিতে কম্পন সৃষ্টি করে। সেই কম্পিত বায়ুকনা গুলি তার পাশের বায়ুকণা গুলিকে কম্পিত করে & এইভাবে চলতে থাকে। দূরত্ব যত বেশি হয় কম্পন এর তীব্রতা ধীরে ধীরে কমতে থাকে। যার ফলে শব্দ উৎস থেকে আমরা দূরে থাকলে কম শব্দ শুনতে পাই। মোবাইল ভাইব্রেশনে এটি তার আশেপাশের বায়ুকণা গুলিকে কম্পিত করে এবং সেই কম্পিত বায়ুকনা গুলি তার পাশের বায়ুকণা গুলিকে কম্পিত করে এবং পর্যায়ক্রমে আমাদের কানের ভিতরে সেই কম্পন সৃষ্টি করে যার ফলে আমরা শব্দ শুনতে পাই।