সাধারণত, মানুষের শ্রবণসীমা ২০ হার্জ থেকে ২০,০০০ হার্জ কম্পাংক পর্যন্ত বিস্তৃত।কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ মানুষ তখনই উপলব্ধি করতে অক্ষম হয় যখন শব্দটির কম্পাংক ২০ হার্জের নিচে কিংবা ২০,০০০ হার্জের উপরে হয়।
তাহলে আমরা পাখির উড়ার শব্দ শুনতে পাইনা কেন?
পাখির ডানা জাপটানোর গতি প্রতি সেকেন্ডে ২০ বারের ও কম।অর্থাৎ, পাখির ডানা ঝাপটানোর কম্পাংক ২০ হার্জের কম। তাই পাখি উড়ার শব্দ আমরা শুনতে পাই না।
তবে দ্রুত ডানা ঝাপটানোর ক্ষেত্রে পাখির রাজ্যে বিশ্ব-রেকর্ডের অধিকারী নীল লেজ হামিংবার্ড, Blue-tailed Hummingbird (Amazilia cyanura)। সাধারণত তারা প্রতি সেকেন্ডে ৮০ বার ডানা ঝাপটিয়ে থাকে।তাই এদের ডানা ঝাপটানোর শব্দ শোনা যায় ।
Collected