Abu Daud-
যে ফ্রিকুয়েন্সি বা কম্পনে কানের ভিতরের পর্দায় আঘাত খায়, তারপর মধ্যকর্নের অস্থিগুলোকে সচল করে সিগনাল তৈরি করে সেই ফ্রিকুয়েন্সি রেঞ্জ হলো ২০হার্জ এর উপরে এবং ২০০০০হার্জ এর নিচে।
২০ হার্জ এর নিচের শব্দের শক্তি অনেক কম এবং তরঙ্গদৈর্ঘ্য অনেক বেশি হওয়ায় তা কানের পর্দায় কোন সিগন্যাল তৈরি করতে পারে না, আবার ২০ হাজারের উপরে গেলে শব্দের তরঙ্গদৈর্ঘ্য অতিক্ষুদ্র হয়ে যায়, যা কানের পর্দায় কোন বিশেষ সিগন্যাল বা মেলোডি তৈরি করতে পারে না।