আপনার বয়স, ওজন, উচ্চতা উল্লেখ করেননি। দেহ অনুযায়ী পা ঠিক আছে কিন্তু শেইপ ঠিক নেই যার কারণে এমন মনে হতে পারে। আপনি পায়ের ব্যায়াম করতে পারেন। তাছাড়া ওজন কম হলেও এমন হতে পারে। এরজন্য প্রচুর পায়ের ব্যায়াম, দৌড়ঝাঁপ করতে হবে ‌ পুষ্টিকর খাবার খেতে হবে।
পা চিকন হয় এএফপি রোগের কারণে। এটা একটা বিরল রোগ। আশা করছি এমন কিছু হয়নি।