দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকার পর হঠাৎ উঠলে বা হাঁটতে শুরু করলে যে কোন এক দিকের পা হঠাৎ ভিতর থেকে বেঁকে যেতে ধরে এবং মনে হয় পা থেকে কিছু একটা প্রবাহিত হয়ে একই দিকের হাতে আসে এবং তা আংগুল পর্যন্ত প্রবাহিত হয় এবং প্রবাহের সাথে হাত ও আঙ্গুল বেঁকে যায়। এই অবস্থাটি 3 থেকে 5 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। ব্যক্তিগতভাবে এটিকে স্নায়ু ভিত্তিক কিছু মনে হয়। এটি চলাকালীন উক্ত হাত বা পা আমার কন্ট্রোলে থাকে না। চার কিংবা পাঁচ সেকেন্ড পর সব ঠিক হয়ে যায়।