নাহ, টেস্টিকুলার ফেমিনাইজেশন এর ক্ষেত্রে শুধুমাত্র XY ক্রোমোজমের শিশু অর্থাৎ জেনেটিক্যালি পুরুষ শিশু বাহ্যিকগত ভাবে নারী শিশু হয়। একটা সময় পর, বয়ঃসন্ধিতে তাদের গুয়েভেডোসদের মতো টেস্টোস্টেরন হরমোনের উদ্ভব হয়না, আবার তারা নারীও না। এক্ষেত্রে তাদের অপারেশন এর মাধ্যমে পুরুষ হতে হয়, অথবা সেভাবেই থাকতে পারে৷ আর ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়া এইটা শুধু ট্রান্সজেন্ডার কিংবা হিজড়া দের ক্ষেত্রে হয়।
এই টার্মগুলো বুঝার জন্য নিচের লিংক দুটি ঘুরে আসতে পারেন-
১.
https://is.gd/cGSJIN
2.
https://rebrand.ly/guevedoces