আপনার প্রশ্নে একটু ভুল আছে।কম ঘুমানো না এইটা হবে বেশি রাত জাগা।
কম ঘুমানো বললে এখানে এইটা বুঝাতে পারে রাতে সজাগ থেকে সারাদিন অনেক ঘুমানো যেখানে মস্তিষ্কের ক্ষতি হবে।
আর রাত জাগলে আমাদের মস্তিষ্ক নিজেকে খেতে শুরু করে এমনটা বলা হয়।এর জন্য মানুষের অনেক সমস্যাই দেখা যায় তবে মানুষ রাত জাগার পরও কেন এত সফলতা লাভ করে আপনার প্রশ্ন মূলত এইটা।
বিজ্ঞানীরা তাদের মস্তিষ্ক যতটা খাটায় ততটা অন্যরা করে না।এখানে ব্রেনের ক্ষতি বলতে এই না যে তাদের মেধা আর স্বভাবেও পরিবর্তন আসবে!তারা তাদের মেধা,অধ্যবসায় কাজে লাগাতে পেরেছে বলেই সফল!কিন্তু এই না যে সব বিজ্ঞানীরা সুস্থ ছিল।যারা রাত জাগত তাদের কোনো না কোনো ক্ষতি অবশ্যই হয়েছে।