"পটকা" মাছের একটি অভ্যন্তরীণ বাতাসে পরিপূর্ণ (গ্যাস-ভরা) এক ধরনের বেলুন জাতীয় গুরুত্বপূর্ণ অঙ্গ, যা জলের অনেক গভীরেও মাছকে তাদের উচ্ছলতা নিয়ন্ত্রণে অবদান রাখে। এছাড়াও এটি মাছেদের শক্তি ক্ষয় না করে জলের গভীরে সাঁতারে শরীরের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য প্রদান করে।
ইলিশ মাছের ক্ষেত্রে এই অঙ্গটি অনুপস্থিত, এটার কারণ মূলত ইলিশের বাসস্থান৷ ইলিশ মূলত গভীর সমুদ্রের প্রাণী। মূলত নদীর মাছেদের ফুলকা থেকে সমুদ্রের প্রাণীদের ফুলকা উন্নতমানের হয়ে থাকে। যার ফলে নদীর মাছের অনেক সময় শ্বসনের ক্ষেত্রে পানির উপরাংশে আসতে হয় (সকল মাছের ক্ষেত্রে নয়), অপরদিকে ইলিশ মাছের ফুলকা উন্নত মানের হওয়ায় তাকে কখনো শ্বসনকার্যের জন্যে পানির উপরে আসতে হয় না।