জবা গাছের প্রজনন দুইভাবে হয়ঃ ১.অঙ্গজ প্রজনন ২. যৌন প্রজনন বা বীজ থেকে নতুন চারা তৈরী।
জবা গাছেরও বীজ হয় এবং সেটা থেকে চারা তৈরী করা যায় তবে আমরা বাসা বাড়িতে সৌন্দর্যবর্ধনের জন্যে সাধারণত বিভিন্ন জায়গা থেকে জবার ডাল সংগ্রহ করে এনে তা রোপন করি। জবার ক্ষেত্রে অঙ্গজ প্রজননটা তুলনামূলক সহজ, এটা রোপন করা সহজ এবং এটা থেকে নতুন পাতা জন্ম নিতেও বেশিদিন সময় লাগে না, অন্যদিকে জবার বীজ হয় মূলত জবার ফুল থেকে, আমরা সাধারণত জবার বীজ দেখতে পাইনা কারণ আমরা যেগুলো জবার চাষ করি এগুলোর ফুল খুব দ্রুত পড়ে যায়। যেসব জবা নিষিক্ত হয় সেসব জবা বৃন্তচ্যুত হয় না এবং নিচে ফল এবং তা থেকে বীজের থলির সৃষ্টি হয়। এবার আসি বীজ রোপনঃ জবার বীজ রোপন সাধারণত অনেক নিয়ম মেনে করতে হয় এবং এটা মাটি থেকে চারা হিসেবে বের হতে বা অঙ্কুরোদগম সৃষ্টি হতে প্রায় এক থেকে দেড় মাস সময় লাগে।
আমাদের দেশে জবার বীজ থেকে নতুন চারা সৃষ্টি সাধারণত দেখা যায় না বা দেখা গেলেও সেগুলো উন্নত মানের নার্সারীতে করা হয় এবং এটা অনেক সময়সাপেক্ষ প্রক্রিয়া, অন্যদিকে ডাল থেকে নতুন চারা সৃষ্টি বা অঙ্গজ প্রজনন অনেক সহজ প্রক্রিয়া। এজন্যে আমাদের দেশে অঙ্গজ প্রজননটা বেশি দেখা যায়।