নিয়ান্ডারথাল হলো মানুষেরই এক ধরনের প্রজাতি যা পৃথিবী থেকে ৪০,০০০ বছর আগে বিলুপ্ত হয়ে যায়।তাদের মূল বাসস্থান বলা হয় ইউরোপ এবং এশিয়ার মধ্য ও পশ্চিম অঞ্চল। হোমো স্যাপিয়েন্স এর উদ্ভব ধরা হয় দুই লক্ষ বছর আগে। অনেকের মতে, অপেক্ষাকৃত বুদ্ধিমান (নিয়ান্ডারথাল) মনুষ্য প্রজাতি হোমো সাপিয়েন্সের শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। যদিও অনেকে বলে থাকেন, প্রাকৃতিক বিপর্যয় বা কোনো মহামারিতে আক্রান্ত হয় বিলুপ্ত ঘটে তাদের।
তারা যদি বেচে থাকতো তবে কি হতো?
তারা গুহায় বাস করত, শিকার করত এবং খাবার সংগ্রহ করত।তারা সর্বদা মাংশ খেত বা শুধু মাংসাশী বললেই চলে।তারা ইউরোপ এবং এশিয়ায় থাকতো, তারা যদি এখন পৃথিবীতে থাকতো তবে হয়তো তাদের পৃথিবীর সম্পূর্ণ ভূ-খন্ড আবিষ্কার করতে আমাদের থেকে বেশি সময় লেগে যেত, কিংবা আমাদের মতো প্রযুক্তি বা যন্ত্রপাতি (কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল) বানাতে পারতো না। (এছাড়া আগেই বললাম অনেকের মতে, অপেক্ষাকৃত বুদ্ধিমান মনুষ্য প্রজাতি হোমো সাপিয়েন্সের শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। যদিও অনেকে বলে থাকেন, প্রাকৃতিক বিপর্যয় বা কোনো মহামারিতে আক্রান্ত হয় বিলুপ্ত ঘটে তাদের)
অর্থাৎ, তারা যেহেতু হোমো সেপিয়েন্স থেকে কম বুদ্ধিমান ছিল তো বলা যায় হয়তো তারা মানুষের কৃতদাস হয়ে থাকতো বা মামুষের সাথে সংঘর্ষের মাধ্যমে তারা বিলুপ্ত হয়ে যেতো।