পানির ফ্লাক্সে সাধারণত ভিতরে স্টিল জাতীয় ভারি আবরণ থাকে। আর বাইরে প্লাস্টিকের তৈরি। আর এতে তাপের আদান-প্রদান হতে পারে না বলে প্রায় ১২ ঘন্টার মতো পানি গরম থাকে।
আমরা প্রায় ১০০ ডিগ্রী C তাপমাত্রায় পানি ফুটিয়ে থাকি। এবং ফুটন্ত পানি বদ্ধ পাত্রে রাখলে এর মধ্যে বাইরে থেকে তাপ সন্ঞালন বা প্রবেশ করে না। রুদ্ধ তাপ হয়ে পানি য় অনেকক্ষণ গরম থাকে।
মূলত ফ্লাক্সের ভেতরের ভারি স্টিল এবং আগে রাবারের আস্তরণ ব্যবহার হতো। যা তাপ ধরে রাখতে সক্ষম। আর তাই ফ্লাক্সে পানি গরম থাকে।তাপ সঞ্চালিত হতে পারে না দেখে ঠাণ্ডা পানিও ঠাণ্ডাই থেকে যায়।