মেটাভার্স: মেটাভার্স মূলত ব্যাপক অর্থে ব্যবহৃত একটি পরিভাষা। সাদামাটা অর্থে, ইন্টারনেটের মাধ্যমে প্রবেশ করা যাবে এমন শেয়ার্ড ভার্চুয়াল পরিবেশ বলা যেতে পারে একে।
ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) বা অগমেন্টেড রিয়ালিটি (এআর) ব্যবহার করে প্রাণবন্ত করে তোলা হয়েছে এমন কোনো ডিজিটাল স্থান বুঝাতেও অহরহ ব্যবহার করা হয়ে থাকে মেটাভার্স শব্দটি।
অনেকে আবার মেটাভার্স বলতে সুনির্দিষ্টভাবে গেইমিং জগতকে বুঝিয়ে থাকেন, যেখানে প্রত্যেক ব্যবহারকারীর একটি চরিত্র থাকবে যা ঘুরে-ফিরে বেড়াতে পারবে এবং অন্য খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে ও নানা কর্মকাণ্ডে অংশ নিতে পারে।
মাল্টিভার্স: মাল্টিভার্স বা বহু-মহাবিশ্ব অথবা অধি-মহাবিশ্ব (ইংরেজি: Multiverse) হল মহাবিশ্বগুলির অনেকগুলো সম্ভাব্য সেট, যার মধ্যে, আমরা যে মহাবিশ্বে বসবাস করি সেটিও অন্তর্ভুক্ত। মাল্টিভার্স তত্ত্ব প্রস্তাব করে যে, আমাদের মহাবিশ্ব, যার আছে শত শত বিলিয়ন গ্যালাক্সি এবং প্রায় অগণিত নক্ষত্র, এবং যা কোটি কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত, এই মহাবিশ্বটি একমাত্র মহাবিশ্ব হতে পারে না। পরিবর্তে, একটি বা একের অধিক ও আমাদের থেকে অনেক দূরে – সম্পূর্ণ ভিন্ন আরো অনেক মহাবিশ্ব হতে পারে।
প্রকৃতপক্ষে, মহাবিশ্বের অসীমতা থাকতে পারে, তাদের পদার্থবিজ্ঞানের নিজস্ব নিয়ম, তাদের নিজস্ব নক্ষত্র এবং ছায়াপথ এবং এমনকি তাদের নিজস্ব বুদ্ধিমান সভ্যতাও থাকতে পারে।