স্ট্রিং থিওরীর সত্যতাঃ
দুঃখের বিষয় এত বড় আর সমৃদ্ধ তত্ত্বের স্বপক্ষে কোনও পরীক্ষামূলক প্রমাণ আজও নেই। এমনকি পরীক্ষা করে দেখাও নিতান্ত কঠিন বিভিন্ন কারণে। একটা প্রধান কারণ হল- স্ট্রিং এত অকল্পনীয় রকম ক্ষুদ্র যে এখনকার সবচেয়ে শক্তিশালী যন্ত্রেও সেটা ধরা পরার কোনও প্রশ্নই ওঠে না। উপযুক্ত শক্তিশালী যন্ত্র তৈরি করাও প্রায় অসম্ভবের পর্যায়ে কারণ সেই শক্তির পরিমাণ আজকের যন্ত্রগুলির বিলিয়ন বিলিয়ন গুণ বেশী প্রয়োজন। তাই স্ট্রিং তাত্ত্বিকরা পরোক্ষভাবে প্রমাণের উপায় বের করতে চেষ্টা করছেন। স্বপক্ষে প্রমাণ মিললে তা হবে পদার্থবিদ্যার এক মস্ত বড় জয়। প্রমাণ না মিললে/বিপক্ষে প্রমাণ মিললে এত সুন্দর ও প্রকাণ্ড তত্ত্ব হয়ে যাবে রাতারাতি বাতিল। বিজ্ঞান এরকমই। তবে হ্যাঁ, স্ট্রিং তত্ত্বে ব্যবহৃত গণিত এত উচ্চমানের যে তা গণিতশাস্ত্রকেই এগিয়ে দিয়েছে বেশ খানিকটা। পদার্থবিদ্যার তত্ত্ব হিসেবে স্ট্রিংতত্ত্ব ভুল প্রমাণ হলেও গণিতে অবদানগুলি থেকে যাবে।