এখানে অনেকগুলা থিওরি আছে। সর্বপ্রথম এটা নিয়ে কথা বলেন ল্যারি কুচসে।উনার একটা বই আছে "বারমুডা ট্রাইএঙ্গেল মিস্ট্রি সলভড"।ওনার ব্যাখ্যাগুলো ছিল বাস্তবধর্মী।যেমন ১৯১৮ সালে ইউএসএ সাইক্লপ যখন নিঁখোজ হয় সেটা সম্পর্কে তিনি বলেন হয়তো তখন ঝড় হয়েছিল অথবা ম্যাঙ্গানিজ ভর্তি জাহাজ থেকে ম্যাঙ্গানিজ পানির সাথে মিশে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড তৈরি হয়ে ব্লাস্ট হয়েছিল।
কুচসের পর আরেকজন বিজ্ঞানি বলেন যে বারমুডার বাতাসে মিথেন গ্যাসের পরিমাণ বেশি যার ফলে মিথেন পানির সাথে মিশে মিথেন হাইড্রেড গঠন করে যার ঘনত্ব পানির চেয়ে কম।যার ফলে জাহাজ ডুবে যায়।
আরেকটা আছে "ম্যাগনেটিক থিওরি"।মানে পানির নিচে চুম্বকের খনি আছে তা সব টেনে পানির মধ্যে নিয়ে যায়।
প্যারানরমাল ব্যাখ্যাও আছে কিন্তু ওগুলা কেউ তেমন একটা বিশ্বাস করতে চায় না।